ড্যান্স একাডেমী ছেড়ে অন্য একাডেমীতে ভর্তি হওয়ায় ফারহান মৃধাকে অকথ্য ভাষায় গালাগাল করেন ও হত্যার হুমকি দিয়েছেন। প্রিন্স খান ড্যান্স কোরিওগ্রাফার এর নামে এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফারহান মৃধা সাংবাদিকে জানিয়েছেন। কোতোয়ালি থানার জিডি নং ৫৩৬। প্রিন্স খানের হুমকি শিকার অভিযোগকারী ফারহান সংবাদ মাধ্যমকে বলেন, আমি জেনেছি নাচ সাংস্কৃতিক জগতে সৃজনশীল জায়গা। এখানে অশালীন কথাবার্তা ও আমাকে হত্যার হুমকি কেন দিয়েছেন? আমি টাকা দিয়ে শিখেছি আমার ভাল লাগছে না তাই অন্য জায়গায় চলে গিয়েছি তাই বলে কি আমাকে মুঠোফোন হত্যার হুমকি দিবেন নাকি? আমার মতো এই রকম ভুক্তভোগী যেন না হয়। প্রিন্স খানের একাডেমীতে
নাচ শিখতাম কিন্তু উনার চারিত্রিক সম্পর্কে বিভিন্ন ঘটনা জানার পরে আমি অন্য একাডেমীতে জয়েন করেছি এরপর থেকেই তিনি আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি-ধামকি দিতে থাকে। সর্বশেষ সোমবার সন্ধ্যায় উনার মুঠোফোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। বেশ কিছুদিন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে উনি আমাকে হুমকি দিয়ে আসছিল।
পরবর্তীতে সোমবার সন্ধ্যায় নিজেই আমাকে ফোন দেয়। ফোনে বলে আমাকে চিনো আমি তোকে লাশ করে ফেলবো। তুই কোন সাহসে আমার একাডেমীর ছেলে অন্য জায়গায় ভর্তি হয়েছিস? আমার সম্পর্কে জানোস, আমার ক্ষমতা সম্পর্কে জানোস? প্রধানমন্ত্রী পর্যন্ত আমার হাত আছে।
আমি মিডিয়ায় নতুন তাই এমন হুমকিতে ভয়ে বেশ কিছু দিন আমি মিডিয়াপাড়ায় যেতে পারছিনা।
উল্লেখ্য, পিআর ডান্স গ্রুপ এর স্বত্বাধিকারী প্রিন্স খানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন রকম নারী কেলেঙ্কারি সহ শুটিংয়ের নামে বিভিন্ন স্পটে অসামাজিক কার্যকলাপের অভিযোগ শোনা গেছে।
এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে প্রিন্স খানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বেশি অহংকারের সুরে বলেন, আপনাদের মত অনেক সাংবাদিক আমার কাছে আছে। এ বিষয়ে বাড়াবাড়ি করলে আমি দেখিয়ে দেবো আমি কি করতে পারি। আমি ফারহান প্রিন্স খান ড্যান্স কোরিওগ্রাফারের শাস্তি দাবী করি।