আমরাইদ বাজারে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের ৪৪০ তম আউটলেট শাখা উদ্বোধন
গাজীপুরের কাপাসিয়ার আমরাইদে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪০ তম আউটলেট’র উদ্বোধন হয়।
আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড শাখা’র আমরাইদ বাজার আউটলেট এজেন্ট নাঈম হোসেনের সভাপতিত্বে ১৫ ফ্রেব্রুয়ারি ফিতাকেটে উদ্বোধন করা হয়েছে।
মাওলানা এনায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান।
তিনি বলেন, আগে বিদেশ থেকে টাকা আসতো কার্বন কপি দিয়ে পেচিয়ে। এতে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হতেন।
আজ ব্যাংকিং সেবার মাধ্যমে এই হয়রানির নিরসন হয়েছে। ব্যাংকে টাকা দিলে টাকা মাড় গেছে এমন কোন নজির নেই। কাপাসিয়ার ১১ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নের নাভি আমরাইদ বাজার। এখানে বিভিন্ন ব্যাংকিং আউটলেট শাখা হচ্ছে। আজকে আমরাইদ পিছিয়ে নেই। আমি এলাকার মানুষ গুলোকে আহবান করবো আপনারা আপনাদের টাকা ঘরে না রেখে ব্যাংকে রাখবেন। এতে এই ব্যাংকটি আরও ত্বরান্বিত হবে।
ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্য আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে উদার্থ আহ্বান থাকবে আপনারা গ্রাহকদের সাথে সুন্দর আচরণ করবেন। আপনাদের আচরণে আমরাইদ ও পার্শ্ববর্তী এলাকার মানুষ সেবা নিতে এসে কোন কষ্ট না পায়। সে দিকে খিয়াল রাখবেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে উপজেলার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড একটি শরীয়াহ্ ব্যাংক। ব্যাংকিং সেবা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে আমাদের এ এজেন্ট ব্যাংকিং ব্যাবস্থা করা হয়েছে। হাতে লেখা কোন বাউচার গ্রহন করা হবে না। কম্পিউটার পিন্টিং বাউচার থাকলে সকল টাকা পয়সার দায়দায়িত্ব ব্যাংকিংয়ের। টাকা মেরে খাওয়া বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে। কিছু না জেনে শুধু শুধু আল- আরাফাহ্ ইসলামী ব্যাংকের কুৎসা রটাবেন না।
এসময় আরও বক্তব্য রাখেন, আমরাইদ কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আমিনুল হক সাদেক, সাংবাদিক মঞ্জুরুল হক গাজী, জেলা পরিষদ সদস্য ওয়াজুদ্দিন মোল্লা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক পিন্টু, আউটলেট ম্যানেজার মো. জাহিদ হাসান, চাঁদপুর আউটলেট এজেন্ট মো. সাব্বির হোসাইন প্রমূখ।
আমন্ত্রিত বক্তারা আল-আরাফা ইসলামি ব্যাংক লিঃ ও এজেন্ট ব্যাংকিং সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।