তুমি আমার বাবু আমি তোমার বেবি
সংগীতশিল্পী প্রতিক হাসান ও বেলী আফরোজের ভালোবাসা দিবস নতুন একটি গান। গীতিকার সুদীপ কুমার দীপের কথায় সুর সংগীত করেছি ইফতেখার লেলিন।
মিউজিক্যাল ফিল্ম টির মডেল হিসেবে কাজ করেছে আসিফ ইমরোজ ও সেঁজুতি খন্দকার।
এফডিসিতে ব্যয়বহুল সেট নির্মাণ করে গানের দৃশ্য ধারণ করা হয়। হিপহপ নাচের তালে তালে নেচেছে প্রায় শতাধিক ছেলে মেয়ে।
ভিডিওটি নির্মাণ করেছে বেলাল সানি। ব্যয়বহুল গান চিত্রের কোরিওগ্রাফি করেছে মাইকেল বাবু ও রতন। চিত্রগ্রহণে ছিলেন ইসমাইল হোসেন।
মডেল অভিনেত্রী সেঁজুতি খন্দকার বলেন, আশা করি গানটি সবার ভালো লাগবে। গানের সাথে সামঞ্জস্য রেখে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করা হয়েছে।
আসিফ ইমরোজ বলেন, আশা করি দর্শক নতুন কিছু পাবে গানের কথা গায়কী ও চমৎকার আমার অনেক ভালো লেগেছে। আশা করি গানটি দর্শকের ভালো লাগবে। এই ভালোবাসা দিবসে এস এইচ ভিশনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।