বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের নতুন এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি সভা জাতীয় ক্রিড়া পরিষদের মিলনায়তনে ১০ ফেব্রুয়ারী দুপুর ১টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জহিরুল ইসলাম ভূঞা মোহন এমপি। তিনি নতুন কমিটির সকল সদস্যকে গোলাপ ফুলের স্টিক দিয়ে সম্মাননা জানান। সভায় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ বিভিন্ন পদবীর মোট ২৩ জন সদস্য উপস্থিত ছিলেন। সকল সদস্যের পক্ষ থেকেও সভাপতিকে ফূল দিয়ে সম্মাননা জানানো হয় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি।
এরপর বক্তব্য রাখেন সহ-সভাপতি ডঃ শরীফ আশরাাফউজ্জামান, প্রাক্তন সভাপতি ও বর্তমান কমিটির সহ -সভাপতি ডাঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি তারেক ইকবাল খান মজলিশ,সহ-সভাপতি আতাউর রহামান, সহ সভাপতি শেলু বড়ুয়া, কোষাধক্ষ্য এম এ সালাম শান্ত। এসময় সদস্য ইসমত আরা হ্যাপি, সীমা আখতার, মহুয়া মহু প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানআ য়োজনসহ বেশ কিছু প্রস্তাবণা তুলে ধরেন।
সভাপতি সংগঠনকে শক্তিশালী করে থ্রোবল খেলাকে সারাদেশে ছড়িয়ে দিতে সকলের
প্রতি আহবান জানান। নতুন খেলা হিসাবে থ্রোবল খেলা যাতে সকলের নিকট জনপ্রিয় হয়ে ওঠে সে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্যও সকলের প্রতি অনুরোধ রাখেন বক্তারা।