দুরন্ত ব্যাটিংয়ে টাইগারদের হৃদয ভাঙল ওয়েস্ট ইন্ডিজ। কাইল মেয়ার্সের দাপুটে ডাবল সেঞ্চুরিতে সফরকারীরা প্রথম টেস্ট জিতল ৩ উইকেটে।
দুর্দান্ত এ জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথিরা।
অথচ বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩৯৫ রানের লক্ষ্যটা তারুণ্য নির্ভর ওয়েস্ট ইন্ডিজের সামনে পাহাড়সম বাধা হয়ে দাঁড়াবে বলেই মনে হয়েছিল। লাল-সবুজের সমর্থকরা যেন জয় উদযাপনের প্রস্তুতি নিয়েই রেখে ছিল।
তবে সবার ধারণা ভুল প্রমাণ করে ক্যারিবিয়ানদের সেই তরুণরাই পঞ্চম দিনের চতুর্থ ইনিংসে দেখালে দুর্বার ব্যাটিং। শুধু তাই নয়, টাইগারদের হাত থেকে ছিনিয়ে নিল জয়।