মোঃ আব্দুল হান্নান।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য, সম্মানিত সুধি আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ্ মেহের বাণীতে ভাল আছেন। নিচের যে ছবিটি দেখতে পাচ্ছেন। তার নাম উজ্জ্ল মিয়া পিতাঃমোঃনূর মিয়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম(উত্তরপাড়ার) বাসিন্দা। তিনি গত ১২ ডিসেম্ভর২০২০ তারিখে সড়ক দুর্ঘটনায় মারাক্ত আহত হয়। এত দিন যাবৎ সে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিন আছে। তার পরিবারে পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহণ করা সম্ভব হচ্ছে না। তার পরিবারে পক্ষ হতে আপনাদের কাছে আর্থিক সহযোগীতার আবেদন করা হচ্ছে।সাহায্য পাঠানোর জন্য।
……… যোগাযোগ -……..
017838467774-
নূর মিয়া পিতা
01750447223 bkas