গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়ায় প্রয়াত আওয়ামীলীগ নেতাদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আড়ালিয়া বাজারে অনুষ্ঠিত এই দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগ-কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি রফিকুল আলম মানিক।
টোক ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মো. আমান উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল শাহরিয়ার এর পরিচালনায়
আড়ালিয়া মধ্যবাজারে অনুষ্ঠিত দোয়ার মাহফিল প্রয়াত যেসব আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে আয়োজন করা হয় তারা হলেন- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাওলানা রহমত আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম তমিজউদ্দীন মাষ্টার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মোসলেহ উদ্দিন, ইউনিয়ন যুবলীগ কমিটির সাবেক সদস্য মরহুম আশিকুর রহমান সোহাগ, ৮নং ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি মরহুম মজিদ মাষ্টার, আওয়ামীলীগ নেতা আবুল হাসেম (গেরিলা হাসেম), অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম মরহুম কুতুবউদ্দিন, ম্যানেজার একেএম আছমত আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার আবুল খায়ের, আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন, নুরা ফকির, ধীরেন্দ্র সাহা, ডা. সিরাজ, মরহুম আবুল হাশেম ।।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঐতিহাসিক সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদের খতিব মাওলানা মো. মাহফুজুর রহমান।
টোক ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত এ দোয়ার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ খালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সেলিম রহমান, সেক্রেটারি আলমগীর হোসেন রনিসহ স্থানীয় ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।