টাঙ্গাইলের নাগরপুরে ১৫ই নভেম্বর (রবিবার) এক অদ্ভুত বাচ্চা প্রসব করে। সরেজমিনে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া গ্রামে গিয়ে দেখা যায়, ছাগলের বাচ্চাটি মুখের স্থানে চোখ নিয়ে জন্ম নিয়েছে। এছাড়াও ছাগলের বাচ্চাটি দেখে ভয়ংকর মনে হচ্ছিল।
এ ব্যাপারে ছাগলটির মালিক রোমেলা বেগম জানায়, আজ দুপুর ৩ টার সময় আমার ছাগলটি দুইটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে ১টি অস্বাভাবিক বাচ্চাটি জন্মের কিছুক্ষণ পরেই মারা যায়। কিন্তু অপর বাচ্চাটি এখনও সুস্থ আছে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দূর-দুরান্ত থেকে লোকজন ছাগলের বাচ্চা টি দেখতে ছাগলের মালিকের বাড়ি ভিড় করে।
এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ধরনের বিরল ঘটনা মাঝে মাঝে ঘটে।